atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ভাণ্ডারিয়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী সম্মাননা পেলেন ৬ মুক্তিযোদ্ধা

ভাণ্ডারিয়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী সম্মাননা পেলেন ৬ মুক্তিযোদ্ধা

মামুন হোসেন, পিরোজপুর, এটিভি সংবাদ :

১৯৭১ সালে ৬ মার্চ রোজ বুধবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তলনকারী ৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সম্মাননা পাওয়া বীর মুক্তযোদ্ধারা হলেন- বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার (মরণোত্তর), মরহুম বেলায়েত হোসেন বেপারী (মরণোত্তর), গোলাম মোস্তফা বাচ্চু, নেজামুল হক নান্না, আলমগীর হোসেন শিকদার, আব্দুল লতিফ মাস্টার।

বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার রিজার্ভ পুকুর পাড় সংলগ্ন সড়কে এ উপলক্ষে স্বাধীনতার পতাকা উত্তলন এবং উত্তলনকারী গণদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো: এহসাম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন আরাফাত রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া পৌরসভার মেয়র মো: ফাইজুর রশিদ খসরু, ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ, আ’লীগ নেতা আবু বকর ছিদ্দিক মন্টু হাওলাদার, বীর মুক্তযোদ্ধা বাচ্চু  হাওলাদার, আব্দুর রশিদ মৃধা, সোহরাফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও নিহত যোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন আরাফাত রানা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :