atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > ভিয়েনায় বাংলাদেশ ও ভারতের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

ভিয়েনায় বাংলাদেশ ও ভারতের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

সৈকত মনি, এটিভি সংবাদ 

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ভেন্যুতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বৃহস্পতিবার এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আন্তঃদেশীয় সম্পর্কোন্নয়ন, দুই দেশের সংসদীয় কূটনীতি, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, লোকসভা টিভি ও সংসদ টিভির সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ভারত-বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। ১৯৭১–এর মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও ভারতের জনগণ বাংলাদেশকে যে সহযোগিতা ও সমর্থন দিয়েছিল, তা সত্যি হৃদয়স্পর্শী। মুক্তিযুদ্ধকালীন সহযোগিতার কারণে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বরাবরই ব্যতিক্রম।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে। নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশে নারীর অর্থনৈতিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :