atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > মাধবপুর চার পোলট্রি ফার্মের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মাধবপুর চার পোলট্রি ফার্মের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ 

পরিবেশ দূষণ করায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত চারটি পোলট্রি ফার্মের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশের বিষয়টি মিডিয়াকে শুক্রবার (২ এপ্রিল) নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সগির হোসেন লিওন।

তিনি বলেন,  হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত চারটি পোলট্রি ফার্ম এলাকার পরিবেশ দূষণ করে আসছিল।

পোলট্রি ফার্মগুলো হলো; কোয়ালিটি ফিডস লিমিটেড, এইচ অ্যান্ড এইচ এগ্রো লিমিটেড, কোয়ালিটি ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি ও ফারিয়া মেগা লেয়ার ফার্ম। প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিলসহ তিন ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।

শুনানি শেষে রুল জারি করেন আদালত। একই সঙ্গে তাদের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :