atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > মানিকগঞ্জে লকডাউনে চলাচল অনেকটাই স্বাভাবিক

মানিকগঞ্জে লকডাউনে চলাচল অনেকটাই স্বাভাবিক

করোনার সংক্রমণ ও ভারতীয় ধরন বেড়ে যাওয়ায় ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে সরকার গত মঙ্গলবার থেকে মানিকগঞ্জসহ আশপাশের সাতটি জেলায় লকডাউন ঘোষণা করে। সে অনুযায়ী, পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকলেও ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলা শহরে যাত্রীবাহী বিভিন্ন ছোট যানবাহন চলাচল করছে। শুধু জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলার কথা থাকলেও সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বাসিন্দা রজ্জব আলী বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজার করতে আসেন। এ সময় তাঁর মুখে মাস্ক না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক পরেই বাড়ি থেইক্যা বাইর হইছি। রাস্তায় আসার পর তা ছিঁড়ে গ্যাছে।’

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে বসে খাওয়া বন্ধ করা হয়েছে। শুধু প্যাকেটে করে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে নিয়মিত অভিযান চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :