atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত, মেধাবী ছাত্রের পাশে পঞ্চগড়ের পুলিশ সুপার

মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত, মেধাবী ছাত্রের পাশে পঞ্চগড়ের পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ 

বর্তমান প্রেক্ষাপটে মেডিকেল কলেজে সুযোগ পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। মেডিকেলে সুযোগ পাওয়া মানেই নিশ্চিত সম্ভাবনাময় জীবন। সেই মেডিকেলে সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে একজন মেধাবী ছাত্রের।

অতুল চন্দ্র বর্মন পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদের মেধাবী ছাত্র শিকারপুর গ্রামের নব কুমার ও বাতাসি রানীর দ্বিতীয় সন্তান।

অতুল চন্দ্র বর্মন এবারে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক), বগুড়ায় ভর্তির সুযোগ পায়। সুযোগ পেলে কি হবে? নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা যাদের, যাদের ঘরে উঁকি দেয় চাঁদের আলো! সে পরিবার কি করে যোগান দিবে মেডিকেলে ভর্তির টাকার?

মেডিকেলে ভর্তির টাকা যোগান দিতে না পারায় পরিবারটি হতাশ হয়ে পড়েন। রাখে আল্লাহ-মারে কে? উল্লেখিত বিষয়টি মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার পঞ্চগড় জানতে পারেন এবং মেধাবী শিক্ষার্থী অতুল চন্দ্র বর্মনকে অফিসে ডেকে আনেন। তার মেডিকেলে ভর্তির ব্যাপারে আর্থিক সহায়তা প্রদান করেন জনবান্ধব এ পুলিশ সুপার।

মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের পক্ষে অতুল চন্দ্র বর্মনকে অর্থ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম।

মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার, পঞ্চগড়’র এ মহানুভব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :