atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > যাদের জনসমর্থন আছে, তারাই উপজেলা ভোটে অংশ নেবে : ইসি আলমগীর

যাদের জনসমর্থন আছে, তারাই উপজেলা ভোটে অংশ নেবে : ইসি আলমগীর

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যাদের জনসমর্থন আছে, তারাই উপজেলা ভোটে অংশ নেবে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচন হবে আগামী ৪ মে। ১১ মে হবে দ্বিতীয় ধাপের ভোট। ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে।

সারাদেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

ইসি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। তাই সব রাজনৈতিক দলকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :