atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > সাভারে কলেজশিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত জিতুর বাবা আটক

সাভারে কলেজশিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত জিতুর বাবা আটক

ওয়াহিদ আব্দুল্লাহ রাজিব (এসআরআই), এটিভি সংবাদ 

সামাজিক অবক্ষয় কতটা হলে আজ শিক্ষার্থী কর্তৃক শিক্ষকের মৃত্যু হতে পারে? মানুষ গড়ার কারিগর যেখানে অনিশ্চিত, সেখানে শিক্ষাখাতে কি উন্নতি নিশ্চিত? সামাজিক দায়বদ্ধতা থেকে কথাগুলো বের হয়ে আসে। এমন এক ঘটনার জন্ম সাভারের আশুলিয়ায়।

ঢাকার সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সচেতন পুলিশ।

এদিকে মূল আসামি জিতু এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারের দাবিতে আজও আন্দোলন করছে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি পূরণ ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে তাদের এ কর্মসূচি।

গত ২৫ জুন পূর্ব শক্রতার জেরে সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে আহত করে বখাটে শিক্ষার্থী জিতু। রোববার (২৬ জুন) দুপুরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার কাঁঠালতলা এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটলেও সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি কতটা নেক্কারজনক হলে এমন ঘটনা ঘটতে পারে? অনুসন্ধান সাপেক্ষে প্রকৃত দোষীকে সঠিক বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :