atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > সুনামগঞ্জে যুব উন্নয়ন ও উপমা এনজিও’র উদ্যোগে গবাদিপশু ও কোয়েল পাখি পালন প্রশিক্ষণ 

সুনামগঞ্জে যুব উন্নয়ন ও উপমা এনজিও’র উদ্যোগে গবাদিপশু ও কোয়েল পাখি পালন প্রশিক্ষণ 

সুনামগঞ্জ, এটিভি সংবাদ 
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় ‘সেলবরষ বহুমুখী খামার এ যুব উন্নয়ন অধিদপ্তর ধর্মপাশার সহযোগীতায় ও উপমা এনজিও’র উদ্যোগে গবাদীপশু ও কোয়েল পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ৭ম দিনে সেলবরষ বহুমুখী খামারে  ফিল্ড ভিজিট শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শামছুল হক।
সমাপ্তি অনুষ্টাণে আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম ফরিদ খোকা চেয়ারম্যন সেলবরষ ইউনিয়ন পরিষদ, জনাব এড হায়দার চৌধুরী লিটন যুগ্ন সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব চৌধুরী লতিফ আহমদ উদ্যোক্তা সেলবরষ বহুমুখী খামার, উপমা’র ভাইস চেয়ারম্যন ও নির্বাহী পরিচালক জনাব বজলুর  রশীদ চৌধুরী ও এম এইচ তালহা চৌধুরী, ডিএসকে এনজিও’র টিম লিডার ও প্রজেক্ট মেনেজার ডাঃ ঐশ্বরিয়া রায়, ইউপি সদস্য সহ স্থানীয়  গণ্যমান্য ব্যাক্তিগণ।
প্রশিক্ষণার্থীগণ খামেরের চারিপাশ ঘোরে টাইগার মুরগী, ফাউমি মুরগি, আমেরিকান ব্রাহামা, ইন্দোনেশিয়ান কাদাকনাত, টারকি, তিতির ও ওকোয়েল পাখি সহ ভুট্রা, পিয়াজ, সরিষা, সূর্যমূখী মালটা বাগান পরিচর্যা বিষয়ে বাস্তব জ্ঞান অজর্ন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :