atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > হবিগঞ্জের উচাইল শাহী জামে মসজিদকে পর্যটন স্পটে পরিনত করতে জেলা প্রশাসকের উদ্যোগ

হবিগঞ্জের উচাইল শাহী জামে মসজিদকে পর্যটন স্পটে পরিনত করতে জেলা প্রশাসকের উদ্যোগ

ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ 

হবিগঞ্জের মোগল আমলে নির্মিত ঐতিহাসিক উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদকে পর্যটনের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি ১৫ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারকে সাথে নিয়ে উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মোগল আমলের স্হাপনাটির দৃশ্য অবলোকন করেন এবং স্থাপনাটিকে পর্যটনের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

তিনি জানান এ স্হাপনাটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে পরিনত হবে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান মোগল আমলে নির্মিত ঐতিহাসিক উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদকে নিয়ে দেশ ও জাতির স্বার্থে যে চিন্তাধারা করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান ও হবিগঞ্জ ব্যুরো প্রধান সৈয়দ আব্দুল মান্নান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :