atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > ২৫ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে, নিহত বেড়ে ৯

২৫ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে, নিহত বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল। বুধবার স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

ভূমিকম্পে ৯ জন নিহত ও ৫০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯০০ জনের বেশি মানুষ। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। গত ২৫ বছরের মধ্যে এটি ছিল দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

কর্মকর্তারা বলেন, গতকাল সকালে হুয়ালিয়েন শহরের পাহাড়ে সাতজনের একটি পর্বতারোহীর দল ভ্রমণ করছিল। ভূমিকম্পের সময় পাহাড় থেকে আলগা হয়ে পড়া পাথরে পিষ্ট হয়ে তাদের তিনজন মারা গেছেন। এ ছাড়া ভূমিকম্পের সময় হুয়ালিয়েন শহরে একটি সুড়ঙ্গের কাছে ভূমিধসের কবলে পড়ে এক ট্রাকচালক নিহত হন।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হুয়ালিয়েন শহরসহ বিভিন্ন এলাকায় কয়েকটি বহুতল ভবন হেলে পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :