atv sangbad

Blog Post

atv sangbad > রাজনীতি > ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান রিজভীর

৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অভিযোগ করে বলেছেন- বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগ ও সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা। প্রতারণার এ নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উওরা ১২ ও ১৩ নম্বর সেক্টরে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণকে আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে। এতরফা, অবৈধ, জনগণের সঙ্গে প্রতারণার এ নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

রিজভীর দাবি, ২০১৩, ১৪ ও ১৫ সালে আওয়ামী লীগের লোকেরা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপি বিরুদ্ধে দায় চাপিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এখন আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেওয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আকঁড়ে রাখেতে চান। কিন্তু জনগণ তা হতে দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থনীতি বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :