এস এম জামান
কিছুটা রাগ, কিছুটা অভিমান
থাকবে সে তুমি জানো,
হারাবোনা কখনো, থাকবো তোমারি জানি
সে কথা তুমি মানো।
ধরেছি হাত, করেছি পণ
ধাকবো আজীবন,
মায়াবী হাসি, কত মাখামাখি
স্বপ্নিল দু’টি মন।
নিষ্পলক চোখ, কি যে অপরূপ
কাজল রেখায় কালো,
তোমার সংস্পর্শ, আমার সর্বস্ব
ভরিয়ে দিয়েছে আলোয়।
বদ অভ্যেস ছিলোনা, তবুও গিয়েছি ভুলি
ছেড়ে দিতে পারি সবি,
তোমারি ভাবনা, হাজারো উপমা
হবো তোমারি কবি।
অভিমান যত, রাগ শত শত
ভাঙাতে পারো তুমি,
যত অনুরাগ, বাজে দিন রাত
মিটাতে পারো তুমি।
থাকবো দু’জন দু’জনাতে মিশে
ভাঙবেনা এ বাঁধন,
যত দূরে থাকি, রবে কাছাকাছি
তোমার আর আমার মন।