atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে : ইসি

সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে : ইসি

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় ইইউ কারিগরি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অশোক কুমার জানান, আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে সমাবেশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগ থেকে এখনও আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে অনুমতি দেওয়ার বিষয়টি কমিশন দেখবে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :