atv sangbad

Blog Post

atv sangbad > রাজনীতি > রংপুরে তিন আসনে যাচাই-বাছাই সম্পন্ন

রংপুরে তিন আসনে যাচাই-বাছাই সম্পন্ন

আরিফুল ইসলাম, রংপুর, এটিভি সংবাদ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাছাই বাছাইয়ের প্রথম দিনে রংপুর ১,২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে এ প্রক্রিয়া শুরু হয়ে বিকেল সাড়ে তিনটায় শেষ হয়েছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব রংপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙাসহ ৪ জন ও রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ৩ জন এবং রংপুর ৩ আসনে ৪ জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় মনোনয়ন পত্র স্থগিত করেন রংপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোবাশ্বের হাসান। পরে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গার কাগজপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

আগামীকাল রোববার (৩ ডিসেম্বর) বাকী ৩ আসনের মনোনয়ন পত্র যাছাই বাছাই সম্পন্ন হবে বলে জানায় জেলার রিটানিং কর্মকর্তা মোবাশ্বের হাসান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :