atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > কমতে পারে দিনের তাপমাত্রা,ঢাকাসহ কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

কমতে পারে দিনের তাপমাত্রা,ঢাকাসহ কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আসাম ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :