শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

ইবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি, এটিভি সংবাদ 

‘সততা ফোয়ারা’র সংস্কারের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান করে। তার আগে একই দাবিতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

এসময় শাখা ছাত্রলীগের সহ সভাপতি বনি আমিন এবং আল মামুনের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের দাবিগুলো ছিল- প্রশাসন চোখ খুলুন সততা ফোয়ারা চালু করুন, সততা ফোয়ারা পুনরায় চালু চাই এবং বন্ধ পানির প্ল্যান্ট পুনরায় চালু চাইসহ বিভিন্ন দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, কোনো লুকোচুরি হবে না করে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন। অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে স্বারকলীপি দিয়েও কাজ হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দৃশ্যমান কোন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের মানাববন্ধন এবং আন্দোলন অব্যাহত থাকবে।

তারা আরো বলেন, এটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে দুর্নীতিগ্রস্থ মানুষ দূর করে সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। যারা পরিবেশ নষ্ট করতে চায় তাদের শক্ত হতে জবাব দেওয়া হবে।

সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার সুষ্ঠু পরিবেশের জন্য যে দাবি করছে তা যৌক্তিক। আমরা ইতোমধ্যে সততা ফোয়ারা সংস্কারের জন্য প্রস্তুতি শুরু করেছি। এরপরও তাদের উপাচার্যের কার্যালয় ঘেরাও করাটা অত্যন্ত দুঃখজনক।

বেলা সাড়ে ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com
ব্রেকিং নিউজ :
ব্রেকিং নিউজ :