নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর খিলগাঁওয়ে গাছে ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলাউদ্দিন টাঙ্গাইলের সখিপুর পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমের পিয়ন হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে- ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
নিহত আলাউদ্দিন ঢাকার নন্দীপাড়ার ৪ নম্বর রোডের স্থায়ী বাসিন্দা। তিনি মৃত ইয়ার মোহাম্মদ ইসহাকের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের ছেলে নাসির উদ্দিন জানান, সকালে টাঙ্গাইলের নিজের কর্মস্থল থেকে ফিরে জানালা দিয়ে তার মায়ের কাছে মোবাইল রেখে বাইরে চলে যান। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি পল্লী বিদ্যুৎ অফিসে একটি চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে বাবা বেশ চিন্তিত ছিলেন। কর্তৃপক্ষ তার বাবাকে মামলার ভয় দেখানোর পাশাপাশি বেতন আটকে দিয়ে অপমান করেছে।
খিলগাঁও থানার এসআই সৈয়দ রুহুল আমিন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। পরিবারের সদস্যরা দাবি করছেন আলাউদ্দিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক বিষয় জানা যাবে।