হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের আয়োজনে সোমবার বিদ্যালয় মাঠে সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল গফ্ফার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল খালেক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, খবির উদ্দি মহাবিদ্যালয়ের প্রভাষক মো. জিয়াউর রহমান, পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম আজাদ, জাতীয় পাটির নেতা মুন্সি মো. আমিনুল ইসলাম সাজু, ম্যানেজিং কমিটির সদস্য এবিএম আনিছুর রহমান রাজু, মো. আইয়ুব আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. দুলাল মন্ডল, শিক্ষার্থী মো. রিদয় মিয়া, মো. মোরসালিন মিয়া প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হামজা। পরে বিদায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র তুলে দেন অতিথিবৃন্দ।