atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > করোনায় মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

করোনায় মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

সৈকত মনি, এটিভি সংবাদ 

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. খালেদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদ হাসান বলেন, গত ২৩ মার্চ তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দিতে হয়। আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান।

রফিক আহাম্মদ স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। সকাল ১০টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে রফিক আহাম্মদের মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজার পরে তার লাশ চট্টগ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানান খালেদ হাসান।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, এটিভি সংবাদ এর চেয়ারম্যান এস এম জামান ও ব্যবস্থাপনা পরিচালক এটিএম রাশেদুল এহসান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :