atv sangbad

Blog Post

atv sangbad > রাজনীতি > খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ মতামত জানাবে আইন মন্ত্রণালয়

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ মতামত জানাবে আইন মন্ত্রণালয়

আঁখি আক্তার (ঢাকা), এটিভি সংবাদ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে মন্ত্রণালয় আজ আইনি মতামত জানাবে। আগামীকাল রোববার সকালে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। শনিবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই, আইনে তা বলে না। এর মানে তারা, অর্থাৎ সরকার যে মতামত দেবে, সেটিই চূড়ান্ত মতামত হবে। তবে কী অভিমত দেওয়া হচ্ছে, সে বিষয়ে আইনমন্ত্রী কিছু বলেননি।

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান তিনি। পরে আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী।

ওইদিন রাত ১১টায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে আবেদনটি। পরদিন বৃহস্পতিবার আইনমন্ত্রী জানান, আবেদনসংক্রান্ত ফাইলটি তিনি পেয়েছেন। এখন দেখে এ বিষয়ে মতামত দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :