atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > টঙ্গীতে টানা ৩ ঘন্টার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা,জনগনের দুর্ভোগ

টঙ্গীতে টানা ৩ ঘন্টার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা,জনগনের দুর্ভোগ

শেখ রাজীব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে টানা ৩ ঘন্টার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল ১লা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নামা বৃষ্টিতে তলিয়ে যায় বসতবাড়ী, রাস্তা, ঘাট, দোকানপাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।৩ ঘন্টার বৃষ্টিতে টঙ্গী পূর্ব থানার গেইট, স্টেশনরোড থেকে আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতু পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টিতে মহাসড়কে যানযট সৃষ্টি হয়েছে।

এছাড়া সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ডের ঊত্তর দত্তপাড়া টেকবাড়ী এলাকার মুল সড়ক, ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর এলাকার বিভিন্ন ব্লকে জলাবদ্ধতা ও ১নং ব্লক বড় বাজারের বিভিন্ন দোকান পাটে পানি ঢুকে মালামালের ক্ষতি সাধিত হয়েছে। খাপাড়া, আউচপাড়া এলাকার রাস্তা ও বাড়ি ঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেইট, শফিউদ্দিন রোড, মোক্তারবাড়ী রোড, হোসেন মার্কেট, এরশাদ নগর, এলাকায় মহাসড়কে হাটু পানিসহ আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে যায়। টঙ্গী সরকারী কলেজ ও আশপাশে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সচেতনমহল অপরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থাকে এই জলাবদ্ধতার কারণ মনে করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :