atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > টঙ্গীর সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

টঙ্গীর সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

৬৮ লাখ ৭২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ও তাঁর স্ত্রী আসমা উল হুসনা উল্কার বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) কমিশন থেকে ওই মামলা দুটি অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন। দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সংস্থাটির গাজীপুর কার্যালয়ে মামলা দুটি দায়ের করবেন বলে জানা গেছে।

ksrm

দুদক জানায়, অনুমোদিত মামলায় গাজী রুহুল ইমামের বিরুদ্ধে ৪০ লাখ ৫১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। অপর মামলায় গাজী রুহুল ইমাম ছাড়াও তাঁর স্ত্রী আসমা উল হুসনা উল্কাকে আসামি করা হয়েছে। উল্কার বিরুদ্ধে ২৮ লাখ ২১ হাজার টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

দম্পতির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১), দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :