atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > নড়াইলে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ

নড়াইলে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ

নড়াইল প্রতিনিধি, এটিভি সংবাদ  

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই জমির ওপর বাড়ি নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা ওই সরকারি জমি রক্ষার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ওই ঘর উত্তোলনে বাধা দেন। তবে অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে তারা লুকিয়ে ঘর নির্মাণ কাজ চালিয়ে যান।

স্থানীয় ভূমি কর্মকর্তাকে (নায়েব) এ বিষয়টি জানালেও তিনি অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেননি।

সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি জমি জড়িয়ে পাকা ঘর নির্মাণ করছে হালিম ফকিরসহ অনেকে।

এ বিষয়ে হালিম ফকির বলেন, আমি ঘর নির্মাণ করছি, তবে সরকার যখন সরাতে বলবে তখন সরিয়ে ফেলব। আমি ছাড়াও ১২টি পরিবার সরকারি জমি দখল করে ঘর তৈরি করেছে।

সিঙ্গাশোলপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) বলেন, শুনেছি কে বা কারা সরকারি জমি দখল করে ঘর তৈরি করছেন। কাজের ব্যস্ততায় যাওয়া সম্ভব হয়নি।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ বলেন, আমার নিকট কোনো অভিযোগ আসেনি৷ তারপরও এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :