atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > পদত্যাগ করা বিএনপির এমপিদের সুবিধার তথ্য চেয়ে ব্যারিস্টার সুমনের আইনি নোটিশ

পদত্যাগ করা বিএনপির এমপিদের সুবিধার তথ্য চেয়ে ব্যারিস্টার সুমনের আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ  

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যরা (এমপি) রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই আইনি নোটিশ পাঠান। নোটিশ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য না পেলে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ব্যারিস্টার সুমন।

ksrm

নোটিশে বলা হয়, জনগণ তাদের পাঁচ বছরের জন্য ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আর এই পাঁচ বছরে জনগণকে সেবা দেওয়ার জন্যই তারা শপথ নিয়েছেন। অথচ পাঁচ বছর পূর্ণ না করে, জনগণকে সার্ভিস না দিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করা বে-আইনি।

আইনি নোটিশে সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বিবাদী করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :