atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > মাধবপুর ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত, গ্রেফতার ১

মাধবপুর ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত, গ্রেফতার ১

ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ 

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্ত থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

পুলিশ জানায়, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনও’র স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশ সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাল্লাচেক পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনও’র অভিযোগের প্রেক্ষিতে তাকে চুনারুঘাট থেকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামের এ ঘৃণ্য নেক্কারজনক কর্মকাণ্ডের ধিক্কার জানিয়েছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :