atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > ‘মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদান বাঙালি মনে রাখবে’

‘মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদান বাঙালি মনে রাখবে’

সচিবালয় প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদান বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

ভারতের সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে বুধবার (০২ সেপ্টেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তরের ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন প্রণব মুখার্জি। হৃদয় দিয়ে ভালোবাসতেন তিনি বাংলাদেশ ও এদেশের মানুষকে। সত্যিকার অর্থে তিনি তার স্বাক্ষরও রেখে গেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রণব মুখার্জি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রতি ভারতের স্বীকৃতি আদায়ে তৎপর হয়ে ওঠেন। বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তিনি শুধু ভারতেই নয়, বিদেশেও অনন্য ভূমিকা রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রণব মুখার্জি বাংলাদেশের শরণার্থীদের জন্য ছাত্র-শিক্ষক নিয়ে কলকাতা থেকে টাকা সংগ্রহ করতেন। সেখানকার ব্যবসায়ীদের কাছে থেকে সাহায্য নিয়ে শরণার্থীদের জন্য বিভিন্ন ক্যাম্পে পাঠাতেন। তিনি বাংলাদেশকে প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দেওয়ার জন্য ১৯৭১ সালের ১৫ জুন রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করেছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক আখতারুজ জামান খান কবিরের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :