atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > মেঘনায় ট্রলারডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ, এটিভি সংবাদ :

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্যসহ আরও দুই জনের মরদেহ উদ্বার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে ভৈরবের পুলতাকান্দা ব্রিজ সংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এনিয়ে এ ঘটনায় নিখোঁজ আটজনের মৃতদেহ উদ্ধার করা হলো।

আজ উদ্ধার করা মৃতদেহগুলো হলো ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫) ও বেলন দের (৩৮)। ট্রলারডুবিতে এখনও নিখোঁজ আছে সোহেল রানার পাঁচ বছরের ছেলে রাইসুল।

এবার খলিলের কল রেকর্ড ফাঁস—‘আমার যা আছে, এমপি-মন্ত্রীদেরও নেই’এবার খলিলের কল রেকর্ড ফাঁস—‘আমার যা আছে, এমপি-মন্ত্রীদেরও নেই’
ভৈরব নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রাইসুলের লাশ উদ্ধারে কাজ চলছে।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :