atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > রাজশাহীতে করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু

রাজশাহীতে করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু

এস এম ডাবলু (রাজশাহী), এটিভি সংবাদ 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত ২৮ জুন ও ১৪ জুলাই দু’দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিল। ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ১ জনের করোনা নেগেটিভ ছিল, তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ২২ জনের মধ্যে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ২,  নওগাঁর ১ এবং পাবনার ৪ জন রোগী ছিলেন। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :