atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > সিলেট বিভাগে করোনায় ৬ মৃত্যু, শনাক্ত ৫৫ শতাংশ

সিলেট বিভাগে করোনায় ৬ মৃত্যু, শনাক্ত ৫৫ শতাংশ

সিলেট প্রতিনিধি, এটিভি সংবাদ

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ।

শনিবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৪১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৩৯৪ জন করোনা আক্রান্ত রোগীর ২৬২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৩ জন, হবিগঞ্জের ৩৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৫৪ জন। তবে বর্তমানে সিলেট বিভাগে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩ হাজার ৬৯২ জন।

এ নিয়ে বিভাগে মারা গেছেন ৫১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১৯ জন, সুনামগঞ্জের ৩৬ জন, হবিগঞ্জের ২২ জন এবং মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।

এদিকে, সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটের ১৪ জন, সুনামগঞ্জের দুজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :