atv sangbad

Blog Post

atv sangbad > বিনোদন মিডিয়া > এফডিসি’র এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করলেন পরিচালক সোহান

এফডিসি’র এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করলেন পরিচালক সোহান

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচনে পরিচালক, প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের মোট ১৭টি সংগঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান পরিচালক সমিতির সদস্য এস এ হক অলিক।

তবে শুক্রবার সকাল থেকে ভোট চলাকালীন সংগঠনগুলোর কাউকে এফডিসির ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি এফডিসির এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ৪৪ বছর ইন্ডাস্ট্রিতে। এমন জঘন্য অবস্থা আমি কখনো দেখিনি, জঘন্য এমডি কখনো দেখিনি।’

নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সোহান বলেন, নির্বাচন কমিশনার বলেছেন, এমডি তাঁকে শর্তযুক্ত দায়িত্ব দিয়েছেন। তিনি কিছু করতে পারবেন না। সবাইকে পারমিশন দিলেন, কিন্তু এমডি পরিচালকদের ঢোকার জন্য কোনো পারমিশন দিতে পারলেন না।

সোহান বলেন, ‘মনে হচ্ছে আমরা আগাছা। আমাদের দিয়ে ফিল্মের কিছু হয় না। আসলে একটি চক্র চাইছে চলচ্চিত্রকে ধ্বংস করতে।’

এফডিসির এমডি চলচ্চিত্রকে ধ্বংস করতে চান জানিয়ে সোহান বলেন, ‘এই এমডি আসার পর থেকে চলচ্চিত্রের কোনো উন্নয়ন হয়নি। এফডিসির দিকে তাকিয়ে দেখেন কী অবস্থা। আজকে পরিচালকদের ঢুকতে না দিয়ে তিনি ৫০ বছরের নিয়ম ভেঙে দিলেন। এটা কি উনি ঠিক করলেন?’

এমডিকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করে সোহান বলেন, ‘তাঁকে নিয়ে আমরা আর কাজ করব না। আমরা আগামীকাল দুপুর ১২টায় মিটিং ডেকেছি। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নেব। তবে আমরা এমডির পদত্যাগ চাই। পদত্যাগ না হওয়া পর্যন্ত এমডি এফডিসিতে ঢুকতে পারবেন না। তাঁকে ঢুকতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ঢুকতে হবে।’

শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। সাতটি বুথে ভোটগ্রহণ চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :