atv sangbad

নান্দাইলের উন্নয়ন, এম পি তুহিনের দু নয়ন

আর এন শ্যামা, নান্দাইল( ময়মনসিংহ) প্রতিনিধি: পরিবর্তনের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে নান্দাইলে এনেছেন আমূল পরিবর্তন। যেখানেই সমস্যা সেখানেই ছুটে চলেছেন অবিরাম। তাঁর অক্লান্ত পরিশ্রমের সুফল পাচ্ছে নান্দাইলের জনগণ। মেধা মননে ও রুচিশীলতায় এক অনন্য অধিকারী তিনি আর কেউ নয়, তিনি হলেন ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, দৃষ্টিনন্দন স্থাপত্য ও সবুজের সমারোহে গড়ে তুলেছেন নান্দাইল উপজেলাকে।।

নান্দাইল উপজেলায় দৃষ্টিনন্দন স্থাপত্যের কিছু অংশ উল্লেখ করা হল যা জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ২০১৪ সালের পূর্বে নান্দাইলে ছিল না

যে কোন উন্নয়নের পূর্বশর্ত হল বিদ্যুত। ২০১৪ সালে যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তখন নান্দাইলে ১৭ ভাগ মানুষ বিদ্যুত সুবিধার আওতায় ছিল। বর্তমানে নান্দাইলের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে।।

উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু চত্ত্বর। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স । উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও হল রুম। জাতীয় চারনেতা স্মৃতি স্তম্ভ। নান্দাইল চৌরাস্তা ও কানুরামপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন। নান্দাইল সাব রেজিস্ট্রার কার্যালয় নির্মাণ। নান্দাইল উপজেলা কৃষকসেন্টার নির্মাণ। নান্দাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় নির্মাণ।। ১৭ কোটি টাকা ব্যয়ে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। (নির্মানাধীন) ১৪ কোটি টাকা ব্যয়ে নান্দাইল মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার (নির্মানাধীন), নান্দাইল হাইওয়ে থানা ( নির্মানাধীন), নান্দাইল মডেল থানায় চারতলা ভবন ও সীমানা প্রাচীর (নির্মানাধীন)। ৫ টি কলেজে ও ১ টি স্কুল এন্ড কলেজে চারতলা নতুন আইসিটি ভবন। ৩০ টি কমিউনিটি ক্লিনিক পূণঃনির্মাণ। নতুন এম্বুলেন্স প্রদান। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেরামত ও সংস্কার। ৫ টি উপস্বাস্থ্য কেন্দ্র মেরামত ও সংস্কার। ২৬ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় নতুন চারতলা ভবন নির্মাণ। ১০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান। ত্রিমোহনী সেতু, উদলা সেতু, মাটিকাটা সেতু, মধুপুর সেতু সহ নির্মাণ করেছেন অসংখ্য সেতু।

যোগাযোগ ব্যবস্থায় ও লেগেছে ব্যাপক উন্নয়নের ছোয়া। গ্রামীন রাস্তাগুলো পাকা হয়েছে। বিশেষ করে ১২০ কোটি টাকা ব্যয়ে কানুরামপুর -মধুপুর – বালিপাড়া – ত্রিশাল মহাসড়ক নির্মাণের ফলে নান্দাইলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :