atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > গাজীপুরের পূবাইলে যৌতুকের জন্য স্ত্রী কে মারপিট ও নির্যাতনের অপরাধে গ্রেফতার ০১

গাজীপুরের পূবাইলে যৌতুকের জন্য স্ত্রী কে মারপিট ও নির্যাতনের অপরাধে গ্রেফতার ০১

গাজীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ ::

গাজীপুর মহানগরের পূবাইল থানার এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির তার সঙ্গীয় ফোর্সসহ ২২মে বুধবার রাত্রীকালিন ডিউটি পরিচালনা করিয়া যৌতুকের জন্য স্ত্রীকেমারপিট ও নির্যাতনের অপরাধে পলাতক থাকা আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।

জানা যায়, নারী শিশু মামলা নং ১৪(০৫)২৪ এর এজাহার নামীয় পলাতক ১নং আসামী ছিলেন তিনি।গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের ভাদুন বাড়ইবাড়ী গ্রামের মোঃ ওসমান এর ছেলে মোঃ সোহাগ(৩৫)।

জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান জানান,নারী শিশু মামলা নং ১৪(০৫)২৪ এর এজাহার নামীয় পলাতক ১নং আসামী মোঃ সোহাগ(৩৫) পূবাইল থানাধীন ভাদুন এলাকা হতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার পূর্ব বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :