atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > ১৯৫ (একশত পঁচানব্বই) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিন জন গ্রেফতার

১৯৫ (একশত পঁচানব্বই) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিন জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, এটিভি সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশক্রমে জনাব মোঃ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে

এসআই (নিঃ) মোঃ আসগর আলী, পিপিএম ও এসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স

১ম অভিযানেঃ

আসামি ০১) মোঃ আশরাফুল ইসলাম (৩১) পিতা- মোঃ জাফর আলী সাং নামো টিকরি থানা- শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ইং ২২/৫/২৪ তারিখ সময় ২২:১০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়া থেকে একটি চার্জার ভ্যানে সেটিং অবস্থায় ১৩০ ( একশত ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করা হয়।

২য় অভিযানেঃ

আসামি ০১)মোঃ মিনাজুল ইসলাম (৩০), পিতা- মো:ইরফান আলী সাং তেররসিয়া মধ্যপাড়া, ০২) মোঃ কাশেদ আলী (৩১), পিতা মোঃ বজলু, সাং তেলকুপি খাবারটোলা উভয় থানা- শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে শিবগঞ্জ থানাধীন কয়লা দিয়াড় গ্রাম থেকে ইং ২৩/০৫/২০২৪ তারিখ ভোর ০৫:৪০ ঘটিকায় ৬৫ (পঁয়ষট্টি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :