atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে: পাপন

অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে: পাপন

মাঠ-মাঠে ডেস্ক
জুয়াড়ির প্রস্তাব গোপনের দায়ে গত অক্টোবরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২৮ অক্টোবর নিষেধাজ্ঞার এই মেয়াদ শেষ হচ্ছে। সেসময় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকায় থাকবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টেই সাকিব দলে ফিরবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পাপন। তিনি বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞা ২৮ অক্টোবর শেষ। এরপর থেকে সে খেলতে পারবে। সমস্যা একটাই হবে, ২৯ অক্টোবরের আগ পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করতে পারবে না সাকিব। আমরা শ্রীলংকায় গিয়ে এইচপির সঙ্গে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব, সেগুলোতেও সে খেলতে পারবে না। অবশ্য এককভাবে সাকিব অনুশীলন করতে পারবে জানিয়ে বিসিবি বস বলেন, ‘সে (সাকিব) এককভাবে অনুশীলন করতে পারবে। আকসুর কাছে বিসিবি এবং সাকিব এই বিষয়ে জানতে চেয়েছিল। দুই পক্ষকেই আকসু বিষয়টি নিশ্চিত করেছে।
সাকিবের প্রস্তুতির ব্যাপারে পাপন বলেন, ‘এ মাসের শেষ দিকে সাকিব দেশে আসবে। সে বিকেএসপিতে অনুশীলন করবে। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ ওর সঙ্গে আলাদাভাবে কাজ করতে পারবে।’
শ্রীলংকা সফরের দ্বিতীয় টেস্ট থেকেই সাকিব খেলতে পারবে জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘শ্রীলংকায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না। তবে আমরা ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে চেষ্টা করব। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে একা একা অনুশীলন করলেও আমাদের কোচরা তো ওর কী অবস্থা দেখতে পাবে। তারা প্রয়োজন হলে ওকে এককভাবে অনুশীলন করাতে পারবে। সবকিছু ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :