atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > ইরান সফরে গেলেন তালেবান নেতা বারাদার

ইরান সফরে গেলেন তালেবান নেতা বারাদার

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার। এ সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে।

মোহাম্মদ নাঈম নামে ওই তালেবান মুখপাত্র জানান, বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী পরিস্থিতি এবং আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করবে। তবে এ সফর নিয়ে মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি।

এদিকে আফগানিস্তানের উত্তেজনার মধ্যে ইরানসহ ৪ দেশ সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

বুধবার তিনি তার সফর শুরু করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে তিনি তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান সফর করবেন। এরপর তিনি যাবেন ইরানে, তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এই সফরে উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বর্তমান এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। আফগানিস্তান ও আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও পারস্পরিক মতবিনিময় করবেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :