atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > ঈদকে সামনে রেখে খুলে দেয়া হলো সাত ফ্লাইওভার

ঈদকে সামনে রেখে খুলে দেয়া হলো সাত ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

বাস র‍্যাপিড ট্রানজিট- বিআরটি এয়ারপোর্ট-গাজীপুর প্রকল্পের আওতায় ৭টা ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) সচিবালয়ে থেকে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, এই প্রকল্পের নাম গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট – বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট।

মন্ত্রী জানান, এর সর্বমোট প্রকল্প ব্যয় ৪ হাজার ২শ ৬৮ কোটি ৩২ লাখ টাকা।

মোট প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫০ কিলোমিটার। এটির অর্থায়ন করেছে সরকার, এডিবি, ফরাসি উন্নয়ন সংস্থা- এফডি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি- জিইএফ। প্রকল্পের অগ্রগতি ৯১ ভাগ। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। এটা ঈদকে সামনে রেখে দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর আরেক উপহার বলে জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, এ বছরই বিআরটি প্রকল্পের সব কাজ শেষ করে বাস চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এ বছরই বিআরটি প্রকল্পের সব কাজ শেষ করে বাস চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই সাতটি ফ্লাইওভার যানবাহনের জন্য খুলে দেয়ার ফলে ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি হবে। গাজীপুরের দিকে যানজট কমবে। সিগনাল সিস্টেমের জন্য অনেক চেষ্টার ফলেও ঢাকায় যানজট কমছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিগনাল সিস্টেম আধুনিক করার চেষ্টা চলছে। তখন যানজট কমবে। বিআরটি প্রকল্পটি সরকারের জন্য চ্যালেঞ্জ ছিল। যানজটের জন্য মানুষের ভোগান্তি হয়েছে। এখন সে ভোগান্তি কমবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :