atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ঝিনাইদহে একদিনে করোনা-উপসর্গে ১৪ জনের মৃত্যু

ঝিনাইদহে একদিনে করোনা-উপসর্গে ১৪ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, এটিভি সংবাদ

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে জেলায় নতুন করে আরও ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকালে ঝিনাইদহের ল্যাবে পরীক্ষা করে ২৮২টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৫ জনে। আর জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫৩ জনের।

এদিকে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, করোনা সংক্রমণ বর্তমানে গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়েছে। অনেকেই খুবই খারাপ অবস্থা নিয়ে হাসপাতালে আসছেন। ফলে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই এমনটি হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য ব্যাপক নমুনা পরীক্ষা শুরু করা দরকার।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় দেশব্যাপী কঠোর বিধিনিষেধ। এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করে ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :