atv sangbad

Blog Post

atv sangbad > রাজধানী > প্রতীক বরাদ্দ চলছে

প্রতীক বরাদ্দ চলছে

নিজস্ব ডেস্ক, এটিভি সংবাদ

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থিদের জন্য প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।

ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করে বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতীক নিয়ে প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এবং নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থী আছেন। চূড়ান্ত প্রার্থীদের উল্লেখযোগ্য অংশ স্বতন্ত্র। স্বতন্ত্রদের তালিকায় বেশ কয়েকজন বর্তমান এমপিও আছেন। তারা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে ভোটের লড়াইয়ে নেমেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :