atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বুটেক্স প্রতিনিধি, এটিভি সংবাদ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

মেধাতালিকায় স্থান পেয়েছেন ৩ হাজার চারজন। এতে প্রথম স্থান অর্জন করেছেন আমির হামজা আসিফ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে তাসনিমুল হাসান ও রোহান নন্দী।

এর আগে গত ৮ মার্চ (শুক্রবার) বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৩ শতাংশ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চার বছর মেয়াদি কোর্সের আবেদন শুরু হয় ২৮ জানুয়ারি। ১৯ ফেব্রুয়ারি আবেদন শেষ হয়। এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়।

ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে গণিত ৬০, পদার্থবিজ্ঞান ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর।

২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :