atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > বৃষ্টি উপেক্ষা করে পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ

বৃষ্টি উপেক্ষা করে পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ 

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এ নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে কিছু যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া ৩ নং ঘাটে নোঙর করে। ফেরিঘাট এলাকায় সকাল থেকেই ছিল যাত্রীদের বেশ চাপ। যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার দেওয়ায় ঘাট এলাকায় আটকে পড়া সাধারণ পণ্যবাহী ট্রাকচালকদের নৌপথ পারাপারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে গতকালের তুলনায় আজ ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বেশি বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘাট এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এটিভি সংবাদকে বলেন, ‘ঘাট এলাকায় সকাল থেকে দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে নৌবহরে ১৬টি ফেরি চলাচল করছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :