atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > শিক্ষার্থীকে গুলির ঘটনায় ওই শিক্ষক রায়হান বরখাস্ত

শিক্ষার্থীকে গুলির ঘটনায় ওই শিক্ষক রায়হান বরখাস্ত

সিরাজগঞ্জ, এটিভি সংবাদ 

শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত কালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্র। যদিও আদালতে ঘটনাটি অনিচ্ছাকৃত বলে দাবি করেন সেই শিক্ষক। এজন্য তিনি অনুতপ্ত বলে আদালতকে জানান। এসময় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বিষয়টি অনিচ্ছাকৃত ও ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাজ উদ্দিন।

সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, রায়হান শরীফের ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড তাজা গুলি, ১টি গুলির খোসা, ৪টি ম্যাগজিন, ২টি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

গত ৪ মার্চ বিকেলে শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :