atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > হজের অনুমিত ব্যতীত পবিত্র মক্কায় প্রবেশ করলে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানার ঘোষণা

হজের অনুমিত ব্যতীত পবিত্র মক্কায় প্রবেশ করলে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানার ঘোষণা

আব্দুল্লাহ আল মামুন (সৌদিআরব), এটিভি সংবাদ

সৌদিআরবে এবছর পবিত্র হজে যারা অনুমতি ছাড়াই মিনা, মুজদালিফাহ এবং আরাফাতের পবিত্র স্থানগুলিতে প্রবেশ করবে তাদেরকে ১০,০০০ সৌদি রিয়াল (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা) জরিমানার ঘোষণা করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার সর্বসাধারণকে সতর্ক করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক বার্তায় বলেছে যে,এই লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে জরিমানা দ্বিগুণ করা হবে,এটি আগামী হজ চলাকালীন করোনাভাইরাস মহামারী ছড়িয়ে দিতে প্রতিরোধমূলক প্রোটোকল হিসেবে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার একটি অংশ।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে যে,হজ পারমিট ব্যতীত পবিত্র স্থানগুলিতে প্রবেশ নিষেধাজ্ঞা এবছর হাজীদের ১৩ দিন পূর্বে আগামী রবিবার ৫ জুলাই থেকে কার্যকর হবে, যা ১৮ জুলাই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এই বিষয়ে জারীকৃত বিধি লঙ্ঘনের যে কোনও প্রয়াস রোধ করতে সুরক্ষা কর্মীরা সমস্ত রাস্তা, চেকপোস্টের পাশাপাশি গ্র্যান্ড মসজিদের আশেপাশের কেন্দ্রীয় সকল অঞ্চলগুলিতে  আসা যাওয়ার স্থানগুলোতে  তাদের দায়িত্ব পালন করবেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :