atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > হজের সময় বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

হজের সময় বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

মিরাজ সিকদার (ঢাকা), এটিভি সংবাদ 

সৌদি আরবের আইন এবং হজের সকল নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বাংলাদেশি হজযাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে। এ ছাড়া জনগণের কল্যাণে দোয়া করার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুন) রাজধানীর আশকোনা হজ অফিসে ১৪৪৩ হিজরি বর্ষের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের আইন এবং হজের সব নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। হজে গিয়ে সৌদি আরবের নিয়ম ও আইন মেনে চলবেন। নিজের সুস্থতা নিশ্চিত করে যাবতীয় কার্যক্রম করবেন। ই-হজ ব্যবস্থা চালু করা হয়েছে, এতে করে হাজিদের কষ্ট লাগব হয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে হজ করে আসতে পারেন এই প্রত্যাশা করি।

হজ ক্যাম্পে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান, বিমান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :