atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > ইরাকের রাষ্ট্রদূত ফরহাদের চুক্তির মেয়াদ বাড়ল

ইরাকের রাষ্ট্রদূত ফরহাদের চুক্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক:
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদের চুক্তির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

‘সরকারি কর্মচারী আইন-২০১৮’ অনুযায়ী ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধি করে বুধবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

২০১৬ সালের ২৬ মে ইরাকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান যুগ্ম সচিব এ এম এম ফরহাদ।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরহাদ এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও ট্যুরিজম মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :