atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > উখিয়ায় ইউএনও-এসিল্যান্ডের গাড়ি ভাংচুর, আহত ৫

উখিয়ায় ইউএনও-এসিল্যান্ডের গাড়ি ভাংচুর, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ 

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভবণ নির্মাণকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা স্কুলশিক্ষক ও উপজেলা প্রশাসনের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতে ভাংচুর চালানো হয়েছে। এ ঘটনায় তিনজন স্কুলশিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।

রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে বিরাজ করলেও বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুলমাঠে সরকারি ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে খুঁটি স্থাপনের সময় আবু ছৈয়দ ফজলী ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল জনতা স্কুলশিক্ষকদের ওপর হামলা চালায়৷

এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বড়ুয়া, সহকারী শিক্ষক বাবুল ও শামশুল আলম ভুলু গুরুতর আহত হন। তাদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্কুলের তালা, সিসি ক্যামরা, দরজা, জানালাও ভাংচুর করা হয়েছে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে সংঘবদ্ধ জনতা দুই কর্মকর্তার গাড়িতে ইট-পাটকেল ছুড়ে সরকারি গাড়ির গ্লাস ভাংচুর করে। পুলিশ ফাঁকা টিয়ারশেল নিক্ষেপ করলে উচ্ছৃঙ্খল জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় দেলোয়ার ও হাসিনা বেগম আহত হয়। তাদেরও উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে আবু ছৈয়দ ফজলি ও মো. কালু নামের ২ জনকে আটক করে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া-টেকনাফের সার্কেল এডিশনাল এসপি শাকিল আহমেদ ও অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি৷

পরে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সরকারি স্কুল ভবন নির্মাণকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতকারী। খবর পেয়ে আমি এবং ইউএনও ঘটনাস্থলে গেলে তারা অতর্কিতভাবে আমাদের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার গাড়ির দুই পাশের গ্লাস এবং ইউএনওর গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :