atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > টাঙ্গাইলের ঘাটাইলে ২ দিনব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে ২ দিনব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরণ

জুবায়ের আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, এটিভি সংবাদ  

টাঙ্গাইল ঘাটাইলে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  তত্ত্বাবধায়ক ২ জন ডাক্তার ৬ জন নার্স অন্যান্য ৫ জন আক্রান্ত হয়েছে। দিন দিন বেড়ে চলছে ঘাটাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ।

ভয়ংকর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ সময় নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবুর সার্বিক সহযোগীতায় ঘাটাইল উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক  মোঃ মিজানুর রহমান আকন্দ ঘাটাইলের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

“স্বাস্থ্য বিধি মেনে চলুন নিজেকে সুরক্ষিত রাখুন” এ স্লোগান  সামনে রেখে ঘাটাইল পৌরসভা, রতনপুর, দক্ষিনপাড়া, চান্দশী, ঝড়কা ঘাটাইল উত্তরপাড়াসহ ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণ থেকে সাবধানতা অবলম্বনের জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন। শনিবার সকালে স্থানীয় ঘাটাইল প্রধান সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথযাত্রীদের মধ্যে এ মাস্ক বিতরণ করেন। বিনামূল্যের ওই মাস্ক পেয়ে জনমনে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে।

এ ছাড়া সিএনজি চালিত অটোরিক্সার যাত্রীরা বলেন, সবার মধ্যে বিনামূল্যে এই মাস্ক বিতরণ অবশ্যই ভালো উদ্যোগ। এই মাস্ক ব্যবহারে অনেকেই করোনাভাইরাস থেকে মুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা।

মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, বিআরডিবি’র চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক কমিশনার আফজাল হোসেন খান, সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :