atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে দোষীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে দোষীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আশা করছি, যারা অসুস্থ, তারা ফিরে আসবেন।

তিনি বলেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্যতম ভুলও করে থাকে, তবে তাকেও ছাড় দেয়া হবে না।

এ সময় শিশুশ্রম নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সেটি বেড়িয়ে আসলে অবশ্যই বিচার হবে।

এদিকে ছাদ তালাবদ্ধ ছিল এমন অভিযোগ সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তদন্তের সামান্যতম ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুড লিমিটেডের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :