atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > টানা পাঁচ হার বাংলাদেশের, টিম ম্যানেজমেন্টকে জরুরি তলব

টানা পাঁচ হার বাংলাদেশের, টিম ম্যানেজমেন্টকে জরুরি তলব

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

টানা পাঁচ হারে প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে দাপটে শুরু করলেও এখন পয়েন্ট টেবিলের তলানিতে টাইগাররা।

শনিবার (২৮ অক্টোবর) ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় পরাজয়ে স্তব্ধ বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। রোববার (২৯ অক্টোবর) দুপুরে দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সাথে জরুরি সভায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

ইউনুস ভাষ্য, প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এ পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা। আমাদের এখনও তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :