atv sangbad

Blog Post

atv sangbad > রাজনীতি > পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিদিশা এরশাদের আনন্দ শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিদিশা এরশাদের আনন্দ শোভাযাত্রা

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

আজ সকাল ১১টায় রাজধানীর  ঢাকায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ’র নেতৃত্বে “২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন” সাফল্যের সঙ্গে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন বিদিশা এরশাদ।

শুক্রবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ থেকে রাজপথে পায়ে হেটে গুলশান-১ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় পার্টি’র ব্যানারে বিদিশা এরশাদের নেতাকর্মী ও অনুসারী মিছিলে অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিদিশা এরশাদ বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মনে করি, ৪১টি স্প্যানে তৈরি পদ্মা সেতুর ৪২ নম্বর স্প্যান প্রধানমন্ত্রী নিজেই। আমরা তার সাফল্যকে বড় করে দেখি।’

বিদিশা এরশাদ উল্লেখ করেন, বিরোধী রাজনীতি করি ভোটের জন্য, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যা করলেন তা বাঙালি জাতি হাজার বছর মনে রাখবে।

পদ্মা সেতু উদ্বোধনের একদিন আগে র‌্যালি প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আজকে আমরা আনন্দ র‌্যালি বের করেছি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য।’

শোভাযাত্রায় ‘স্বপ্নের পদ্মা সেতু’ লেখা টি-শার্ট পরে বেলুন, ফেষ্ঠুন নিয়ে অংশ নেন জাপা নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি সাফল্য মণ্ডিত করায় সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়ে কর্মসুচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :