atv sangbad

Blog Post

atv sangbad > রাজনীতি > সরকারি দলের লুটপাট ও দুর্নীতি মানুষের আনন্দ কেড়ে নিয়েছে: রিজভী

সরকারি দলের লুটপাট ও দুর্নীতি মানুষের আনন্দ কেড়ে নিয়েছে: রিজভী

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

সরকারি দলের লোকজনের লুটপাট আর দুর্নীতির কারণে জনগণের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে। ঈদের আনন্দ উদযাপনের বিপরীতে মধ্যবিত্ত মানুষেরা মুখ লুকিয়ে কাঁদছেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী আরও বলেন, সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মেটানো যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

‌‘সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই’ জানিয়ে রিজভী বলেন, প্রতিবারের ঈদ যাত্রায় বেশ কিছু সংখ্যক নারী কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়। এবারের ঈদযাত্রায় ঢাকা ছাড়তে ৯৮৪ কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশীর্বাদপুষ্ট হওয়ায় বাসের টিকিটের দাম আকাশছোঁয়া। পরিবহন খাত আপাদমস্তক অনিয়ম-দুর্নীতির কারখানা। ঈদ উপলক্ষে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে।

তৈরি পোশাক খাতের ৬০ শতাংশ কারখানার শ্রমিকেরা সোমবার বিকাল পর্যন্ত মার্চ মাসের বেতন পাননি দাবি করে রিজভী বলেন, ঈদের উৎসব ভাতা বা বোনাস পাননি ১৪ শতাংশ কারখানার শ্রমিক। শ্রমিকেরা বেতন না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তাদের ঈদের আনন্দ চোখের পানিতে ভাসছে।

রিজভী আরও বলেন, তবুও ঈদ আনন্দের। না পাবার মাঝেও অনেক কিছু পাওয়া। তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও হাসি। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :